fardush alam

fardush alam Poems

March 8,2014 at 1: 31pm

ঘুমিয়ে পড়েছে শরীর।
তবুও অন্ধকারের মাঝে শিহরিত করে
...

March 8,2014 at 1: 31pm

ঘুমিয়ে পড়েছে শরীর।
তবুও অন্ধকারের মাঝে শিহরিত করে
...

february 21,2014 at 12: 24pm

For more than half a life I've loved you
...

মাটি খুঁড়ে অগ্রজ অঙ্কুর,

লুকায়িত প্রাণ, শিরবিন্যাস ভঙ্গুর।
...

বাড়ছে মেঘের ওজন!

অঝরে ঝরবে ধারা,
...

December 16,2013 at 4: 35am

হেঁসে খেলে জীবনটা যদি চলে যায়,
সেইত ভাল মন যাহা চায়।
...

December 6,2013 at 8: 06pm

উপকূল এক্সপ্রেস চলছে, আমি গেটে দাড়িয়ে ভালই উপলব্ধি করছিলাম আমার দীর্ঘ যাত্রা। কারণটা অবশ্য টিকেট পাই নি। কিছুক্ষণ পর আমার একটা গতি হল। মামার হাত ধরে পেলাম নামায রুমে একটি আসন, যার কোন নাম্বার নাই। কি আর করা আসন পেতে বসলাম। আমর পাশে দুই ভদ্র লোক বসা যাদের একজন হচ্ছেন হিন্দু ধর্ম্যাল্মবি পুরহিত, আর আন্যজন মনে হয় বাম করে কারণ তার গলায় একটি লাল রং এর গামছা ঝুলানো। কিছু সময় পর আরও একজন যাত্রী আমাদের সাথে যোগ দিলেন, যার হাতে তসবি, মাথায় টুপি, পরনে আঁতরের সুবাস মিশ্রিত পাঞ্জাবী, বুজলাম মসজিদের ইমাম। যাই হোক উপকূল এক্সপ্রেস চলছে আমরাও চলছি। আমি বাইরে তাকিয়ে দেখলাম সূর্যটা লাল হয়ে গেছে, তার মানে এ বুঝি সন্ধ্যা এল।
...

কঠিন সাধনায় এক দল গল্প
ছুটে চলে মেইন রোডের নীল সীমানায়।
...

নিদ্রাহীন ভেন্তার হয়ে ঘুর ঘুর করছে লাশটা ।
কোন কবরের মাটি জ্বলে ভিজে নরম হচ্ছে,
এক ফোঁটায়, ফিরে পাওয়া জীবন ।
...

শুনতে কি পাও আকাশের ধ্বনি?
বজ্র কণ্ঠে বলে বাঁচাও বাঁচাও জীবনের গতি।
গত বর্ষায় পেট পুরালে।
তাজা রক্ত ভাসিয়ে জ্বলে।
...

তোমাকে 7 এ রং করলেই মঙ্গল হয়।
পাওয়া না পাওয়ার মাঝে উত্তপ্ত মগজ,
পায়তারি সাজায় গোলামের আশায়।
...

March 8,2014 at 1: 31pm

ঘুমিয়ে পড়েছে শরীর।
তবুও অন্ধকারের মাঝে শিহরিত করে
...

The Best Poem Of fardush alam

আমি শুধু মাথা নিচু করে হেঁটে যাই।

March 8,2014 at 1: 31pm

ঘুমিয়ে পড়েছে শরীর।
তবুও অন্ধকারের মাঝে শিহরিত করে
তোমার রূপ বদলানো ত্তষ্ঠাকার অঙ্গ।


হারিয়ে যাওয়ার প্রবণতা একই সুরে তোমার আর আমর
শীতল লৌহ তরান্বিত করার প্রয়াসে ।


শুধু কাল্পনিক বলয়ের আক্রমণে,
নুয়ে পড়ে শরীর বিছানা আর বালিশে।
আমি শুধু মাথা নিচু করে হেঁটে যাই।

fardush alam Comments

fardush alam Popularity

fardush alam Popularity

Close
Error Success