উপপাদ্য মিশ্রিত গল্প! Poem by fardush alam

উপপাদ্য মিশ্রিত গল্প!

December 16,2013 at 4: 35am

হেঁসে খেলে জীবনটা যদি চলে যায়,
সেইত ভাল মন যাহা চায়।
চেনা জান চরিত্র,
উপপাদ্য মিশ্রিত গল্প।
যে করেই হোক সমুদ্রে ভরে যায় জলে।
ধন্য ধন্য বলে লালন সুরে।
তুমি আর ভবিষ্যৎ পরস্পর হাত ধরে,
বীরবলের বাহুঢরে।
স্বাধীনতার ডাকটিকেট মাষ্টার বিহীন
ঘোলা জলে হেঁসে খেলে ঠিকানা ভুলে।
শতভাগ প্রাকিতিক মায়ের আঁচল তলে।
ভোরের অন্তমিল নিশি যানে।
ঠিকানা যা দিয়েছ, খুঁজে পাইনি ভদকার গ্লাসে।
শ্রাবণের বর্ষায় কালো দাগটা ছুঁয়ে,
চল মরে যাই আরেকবার,
শুকনো পাতার আড়ালে।
তাহাতে আশে যাবে কেবা কার?
শুকনো পাতাতে হয় সারাটি দুপুর,
যার সাথে বাজিয়েছে কিশোরী নূপুর।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success