আমি শুধু মাথা নিচু করে হেঁটে যাই। Poem by fardush alam

আমি শুধু মাথা নিচু করে হেঁটে যাই।

March 8,2014 at 1: 31pm

ঘুমিয়ে পড়েছে শরীর।
তবুও অন্ধকারের মাঝে শিহরিত করে
তোমার রূপ বদলানো ত্তষ্ঠাকার অঙ্গ।


হারিয়ে যাওয়ার প্রবণতা একই সুরে তোমার আর আমর
শীতল লৌহ তরান্বিত করার প্রয়াসে ।


শুধু কাল্পনিক বলয়ের আক্রমণে,
নুয়ে পড়ে শরীর বিছানা আর বালিশে।
আমি শুধু মাথা নিচু করে হেঁটে যাই।

Saturday, March 8, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success