জুয়াড়ি Poem by fardush alam

জুয়াড়ি

তোমাকে 7 এ রং করলেই মঙ্গল হয়।
পাওয়া না পাওয়ার মাঝে উত্তপ্ত মগজ,
পায়তারি সাজায় গোলামের আশায়।

কালো কাপড়ে দর্শনশক্তি নিলীন,
নিমেষেই জুয়ার টেবিলে বিলীন।

দেবতার পাণি হয়ে দৈবযোগ গোলাম ধরলে
যা হয় তার সবি ভালো!
পুরো জীবদ্দশা আলো আলো।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success