আধান বিহীন মেইন রোড! Poem by fardush alam

আধান বিহীন মেইন রোড!

কঠিন সাধনায় এক দল গল্প
ছুটে চলে মেইন রোডের নীল সীমানায়।
কাঁটা তাঁরে জড়ানো হৃদপিণ্ড,
ঝলসে যাওয়া তাঁরা নিমেষে আঁচড়ে পরে
শহর তলীর উঁচু দেয়ালে।
ফুলহাতা পরা Batman বশে থাকে মুখ থুবড়ে।
আচমকা ফলাফল, উপসংহার হীন গল্পে।
মুহূর্তে চাঁদ হাঁসে রবির আলোতে।
স্নায়ুতন্ত্র উল্লাসিত রক্তের জোরাল স্রোতে,
বাতাস বিহীন ফুসফুস ফুলে উঠে,
নির্ঝরের স্বপ্ন ভঙ্গে।
বুড়ো গাছটাই সংবিধান!
গল্প জুড়ে মেইন রোড, যার নেই কোন আধান।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success