জন্মেই ঝামেলা Poem by fardush alam

জন্মেই ঝামেলা

মাটি খুঁড়ে অগ্রজ অঙ্কুর,

লুকায়িত প্রাণ, শিরবিন্যাস ভঙ্গুর।

হঠাৎ কোন কাকের ভুলে,

সুর জাগে মৃতিকার বুকে।

দেয়াল জুড়ে নিরাবতার ছবি,

শব্দ-সুরে গহীনতার বাণী।

থমকে দারায় মহাকাল,

প্রতিরোধে কাঁটার সমাহার।

ক্রমানয়ে আকাশ ছোঁয়া শীর,

বয়সের ভারে নুয়ে পরে বীর।

গ্রেনেডের ধারে যৌবন,

স্লোগান তুলে, কাট বর্ষকাল।

হাতে বাঁধা নাটাই-সুতা,

কোপা সামছু কোপা কোপা।

কোপের মুখে শীরছেদ,

বার্ধক্যের জঞ্জাল অচিরেই ভেদ।

কাক এবার কোকিল খুঁজে,

সমজতা হয় বুজার ভুলে।

পূর্ণজন্ম হয় স্বার্থেরও উর্ধে ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success