One Good Is Not Good For All Poem by Abdul Wahab

One Good Is Not Good For All

এক ভালো সবার জন্য ভালো, এমন কথা নেই

ভাবতে গেলে ভাবনা আছে
না ভাবতে চাইলে কিছুই নেই
নেই এর মধ্যে আছে সব কিছু
সব কিছু থাকতেও যেন কিচ্ছু নেই
সব কিছুতেই একটু আধটু মন্দ আছে
কোন কিছুতেই সবকিছু ভালো নেই
ভালো মন্দ সবকিছু এই সংসারেই আছে
সবার মধ্যে শুধু এই ভালোমন্দটুকু নেই
এই নেই এর মধ্যেই আছে সব কিছু
আবার কোন কিছুতেই কিছু নেই
যা আছে তা আছে এবং তা থাকবেই
স্বীকার বা অস্বীকার করবার কিছু নেই
যা হবার তাই হবে এবং হবে তা ভালোর জন্যই
মরার আগে মরে পরে থাকাতে কোন লাভ নেই
যেখানে লাভ আছে সেখানেই আছে ক্ষতি
ক্ষতির ভয়ে ঝুঁকি না নিলে, ক্ষতি ছাড়া লাভ নেই
নেই, নেই্‌, কোন কিছুতেই কোন কিছু নেই
তবু এই নেই এর মধ্যে আছে সব কিছু
সব কিছু হয়েও যেন হয়না কিছু, কিছুতেই
কিছু কিছু জিনিস আছে যা না বলাই ভালো
এক ভালো সবার জন্য ভালো, এমন কথা নেই ।

Tuesday, March 10, 2015
Topic(s) of this poem: good
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success