প্রিয় অসুখ Poem by Sandipan Ghosh

প্রিয় অসুখ

কাঁটাতারে গাঁথা মন,
সীমান্ত ছুঁয়ে থাকে ।
শূন্য শরীর ছিন্নভিন্ন,
রাতপাখির হঠাৎ ডাকে ।
স্মৃতির শ্যাওলাতে ভরা
দেওয়ালের বৃদ্ধ বুক।
ঝাপসা দৃষ্টি, ক্লান্ত দেহ -
তবু বড় প্রিয় এ অসুখ ।
মূলস্রোতে মিথ্যে উপনদীদের দান
ইতিহাস শুধু সাজানো শব্দের খই,
ছেঁড়া সুতো, অনাহুত, অনাদরে -
ধুলো মাখে ছোটগল্পের বই ।।

Sunday, March 12, 2017
Topic(s) of this poem: pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success