Sandipan Ghosh

Sandipan Ghosh Poems

আমার স্বপ্নের বনসাই কাঁচঘরে
আদরের উষ্ণতায় বন্দী ।
একমুঠো কানামাছি সুতোয় বেঁধেছি
বড় হবার ইচ্ছেচারা ।
...

আমি চাই না তোর কাছে কিছুই ।
তবু যদি দিতে চাস -
বিকেলসূর্যর কাছ থেকে
দু'মুঠো রোদ ধার করে আনিস,
...

কাঁটাতারে গাঁথা মন,
সীমান্ত ছুঁয়ে থাকে ।
শূন্য শরীর ছিন্নভিন্ন,
রাতপাখির হঠাৎ ডাকে ।
...

তোর জন্য কান্না ভীষণ, বিষন্নতার গান।
তোর জন্য সোহাগী রাত সাজায় অপমান।
তোর জন্য উথালপাথাল দুঃখনদীর ঢেউ।
তোর জন্য অপেক্ষাতে থাকবেনা তো কেউ ।
...

The Best Poem Of Sandipan Ghosh

বনসাই

আমার স্বপ্নের বনসাই কাঁচঘরে
আদরের উষ্ণতায় বন্দী ।
একমুঠো কানামাছি সুতোয় বেঁধেছি
বড় হবার ইচ্ছেচারা ।
ভালবাসার পরিশ্রমে -
আজ দেওয়ালে ঘাম জমে ।
পাতা ঝরে যায় -
হলুদ অতীত বুকে নিয়ে ।
শুনেছি একদিন -
আকাশের রঙ ছিল নীল ।
শিকড় ছুঁয়ে যেত -
অতলের স্পর্শ ।
আজ ক্লোরোফিল পারে না ছুঁতে -
সেলোফেনে মোড়া আলো ।
প্রেতপুরীতে পোষ মেনেছে -
আজ নন্দিনী প্রাণ ।
কী হবে অযথা বিদ্রোহে?
এই তো বেশ ভালো আছি ।।

Sandipan Ghosh Comments

Sandipan Ghosh Popularity

Sandipan Ghosh Popularity

Close
Error Success