একটু আড়াল দিস Poem by Sandipan Ghosh

একটু আড়াল দিস

আমি চাই না তোর কাছে কিছুই ।
তবু যদি দিতে চাস -
বিকেলসূর্যর কাছ থেকে
দু'মুঠো রোদ ধার করে আনিস,
শুধু আমার জন্য ।
তোর ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় -
আমার জন্য জাগিয়ে রাখিস,
কিছুটা অরণ্য ।
ক্যান্ডেললাইট রেস্তোঁরা রাত -
আমায় দিস না প্লিজ,
নাগরিক ভালবাসা ।
পারিস যদি,
একটু আড়াল দিস -
আঁচল পেতে, সবুজ ধানের ক্ষেতে -
ভোরের কুয়াশা ।।

Sunday, March 12, 2017
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success