বনসাই Poem by Sandipan Ghosh

বনসাই

আমার স্বপ্নের বনসাই কাঁচঘরে
আদরের উষ্ণতায় বন্দী ।
একমুঠো কানামাছি সুতোয় বেঁধেছি
বড় হবার ইচ্ছেচারা ।
ভালবাসার পরিশ্রমে -
আজ দেওয়ালে ঘাম জমে ।
পাতা ঝরে যায় -
হলুদ অতীত বুকে নিয়ে ।
শুনেছি একদিন -
আকাশের রঙ ছিল নীল ।
শিকড় ছুঁয়ে যেত -
অতলের স্পর্শ ।
আজ ক্লোরোফিল পারে না ছুঁতে -
সেলোফেনে মোড়া আলো ।
প্রেতপুরীতে পোষ মেনেছে -
আজ নন্দিনী প্রাণ ।
কী হবে অযথা বিদ্রোহে?
এই তো বেশ ভালো আছি ।।

বনসাই
Sunday, March 12, 2017
Topic(s) of this poem: hopelessness
POET'S NOTES ABOUT THE POEM
The poem presents the sense of hopelessness, dejection and mute suffering conspicuous of modern man.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success