SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR Poems

যদি বন্ধু হতে চাও
তবে হাতটা বাড়াও
আমি তো বাড়িয়ে দিয়েছি
আমার হাত।
...

মানুষের মন,
খুব একা লাগে এই পৃথিবী
যখন আপন থাকে দূরে,
মন হারিয়ে যায়
...

1888, র 5ই সেপ্টেম্বর,
সেই দিনেতে জন্মিলে তুমি
মাতিয়ে দিয়ে অম্বর।
সরস্বতীর বরপুত্র সর্বপল্লী রাধাকৃষ্ণণ,
...

মর্ত্যে আজ অসুরের রাজ
সাধারণ আজ সব চুপচাপ,
ভোগে মত্ত বাহুবলী আজ-
ছুড়ে মরে উচ্ছিষ্ট প্রসাদ।
...

হে বীর বিবেক স্বামী
কর্ম তীর্থ ভারত ভূমি
চিরকাল দিয়েছে শুধুই,
বিশ্বকে জানিয়েছ তুমি।
...

বছরে একবার জয়দেব
তারপর-
অজয় দখলে যায়
বালি মাফিয়াদের দৌরাত্মে ।
...

অতিথি; বন্ধ আমার দ্বার,
তুমি এসো না আর ফিরে
বারে বারেআমাদেরভীড়ে
তুমি থাকো আপনার নীড়ে ।
...

পাস করার জন্যেই তো পরীক্ষা
নইলে কিসের পরীক্ষা?
আর সবাই যাতে করে পাশ
তাই করে দাও প্রশ্ন ফাঁস।
...

নদী দিয়ে গড়িয়ে গেছে অনেক জল
রক্তার্ত ইতিহাসের স্মৃতিআজও উজ্জ্বল ।
সময় পেরিয়ে গেছে বেশ অনেকটাই
ভাষার জন্যই শহীদ হয়েছিল আমার ভাই -
...

বসন্ত তুমি আবারো এসেছো
সেই যৌবন ধরেও রেখেছ
এনেছ কি বার্তা এবার শুনি
আনতে ভুলনিতো কোকিলের ধ্বনি
...

প্রকৃত দাবী আদায়ে অনশনে বসেও
মেলেনা কোনো সমবেদনা
চোখের জল আর মনের কষ্ট
অভিশাপ হয়ে জমা রয়।
...

মুখে আমার মাখালে কালি
দিলে আবার করতালি
দেব শ্যাম তোমায় গালি
তা করতে আমি পারবনা শ্যাম, তা করতে আমি পারব না।
...

গণতন্ত্র খুঁড়ছে কবর
তোমরা কি তার নিচ্ছো খবর
অনশন চলছে জবর
পার যদি অটকাও?
...

তোমায় কদম ফুলে সাজাবো
কদম তলে নাচাবো
রিমঝিম বর্ষা তালে
মাদল আমি বাজাব।
...

আমি পলাতক
কেউ কোনোদিনও মনের বাইরে গিয়ে
কোরো না কোনো খোঁজ ও খবর
আমি পলাতক।
...

আগুন তুমি নিভোনা কখনও
জ্বলতে থাকো আমার প্রাণে
সব পুড়ে হয়ে যাক খাক্
জমানো সব স্মৃতি মনের কোনে ।
...

রাষ্ট্রের একটা যন্ত্র
এখানে চলছে গণতন্ত্র
সেখানে চলছে আমার শাসন
আমি সাধারন আমি জনগণ ।
...

আমার বন্ধ কবিতার খাতা খুলে দেখি
হারিয়ে ফেলেছি তোমার দেওয়া চিরকুট
তাই আমি পায় না খুঁজে
তোমার বাড়িররুট।
...

তোমার জন্যই যুদ্ধে যাওয়া
তোমার জন্যই কলরব
তোমার জন্যই গলা ফাটিয়ে
চিৎকারকরে মরি সব।
...

ভোট আসছে ভোট আসছে
নেতারা সব গান গায়ছে
তাকডুম তাক হুক্কিহূয়া
খেতে হবেই কাঠালের কোয়া ।
...

The Best Poem Of SUJOY MAJUMDAR

যদি বন্ধু হতে চাও

যদি বন্ধু হতে চাও
তবে হাতটা বাড়াও
আমি তো বাড়িয়ে দিয়েছি
আমার হাত।
যদি আপন করে নিতে চাও
তবে হাতটা বাড়াও
আমি তো এগিয়ে দিয়েছি
আমার হাত।
যদি চাও পথে চলতে একসাথে
তবে হাতটা বাড়াও
আমি তো ধরতে চেয়েছি
তোমার হাত।

SUJOY MAJUMDAR Comments

KRISHNAKANTA PATRA 12 May 2018

MY FUTURE IS END

2 0 Reply

SUJOY MAJUMDAR Popularity

SUJOY MAJUMDAR Popularity

Close
Error Success