পরিযায়ী পাখি Poem by SUJOY MAJUMDAR

পরিযায়ী পাখি

অতিথি; বন্ধ আমার দ্বার,
তুমি এসো না আর ফিরে
বারে বারেআমাদেরভীড়ে
তুমি থাকো আপনার নীড়ে ।

বছরের পরিযান বন্ধ করো
নয়তো বা মৃত্যু আসছে শিয়রে,
অস্তিত্বের বিপন্নতায়-
আবারো একটি প্রজাতির বিলুপ্তি।

দূষণ; সে তো সীমাহীন,
পরিযায়ী যত আছো পাখি
তুমি আর নিরাপদ নও
মানুষেরব্যবহারে।

পরিযায়ী পাখি
Tuesday, January 29, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success