একলা (২) Poem by SUJOY MAJUMDAR

একলা (২)

জেগে আছি সারাটা রাত
নীরবে সাক্ষী করে
বিষন্ন একফালি চাঁদ,
মেঘেদের খেয়া-জালে ধরা পড়া দুঃখটা করেছি ভাগাভাগি
সমান-সমান।
তারাদের মতো অত-শত বন্ধু
আমার তো ছিল না
কোনও দিন,
চাঁদের মতই একাকী আমি
আপন খেয়ালে চলি,
রাত জাগি প্রতিদিন।

Saturday, March 25, 2017
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success