বছরে একবার জয়দেব Poem by SUJOY MAJUMDAR

বছরে একবার জয়দেব

বছরে একবার জয়দেব
তারপর-
অজয় দখলে যায়
বালি মাফিয়াদের দৌরাত্মে ।
জীর্ণ মন্দির একাকী অপেক্ষা করে
পুরো একটা বছর,
কদমখন্ডীর ঘাট ভরে ওঠে
শ্মশানের আবর্জনায়,
অজয়ের শূন্য তীর
ফাঁকা মাঠগুলি খাঁ-খাঁ করে ।

বছরে একবার জয়দেব,
কত দূর-দূরান্ত থেকে
ছুটে আসে বাউল কীর্ত্তন।
বছরে একবার সেবা নরনারায়ন
কত উৎসাহ-কত উদ্যোগ- কত সমাগম
বছরে একবারই,
তারপর সব ভুলে যায় ।

বছরে একবার জয়দেব
Sunday, January 13, 2019
Topic(s) of this poem: poem
POET'S NOTES ABOUT THE POEM
জয়দেব মেলা পশ্চিমবঙ্গের এক গুরুত্বপূর্ণ মেলা।ভক্তির টানেঅনেক ভক্ত ছুটে আসেন।ভক্ত কবি তথা সংস্কৃত কাব্য গীতগোবিন্দর রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান কেন্দুলী গ্রামে তিনদিন ব্যপি এই মেলা বসে।
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUJOY MAJUMDAR

SUJOY MAJUMDAR

Dubrajpur
Close
Error Success