জন্মভূমি (Mother Land) Poem by Dipankar Sadhukhan

জন্মভূমি (Mother Land)

Rating: 5.0

আবার আসব ফিরে
তোমার এই ছোট্ট নীড়ে।
তোমার যত্নে ও পরিচর্যায়
বড় হয়েছে আমার শিশু হৃদয়।

গ্রীষ্মে মেহগনির শীতল ছায়ায়,
বসন্তে মধুর দখিনা হাওয়ায়
করেছি পড়া পড়া খেলা।
এইভাবেই কেটেছে আমার ছেলেবেলা।

শরতে শিউলির সুবাস,
হেমন্তে শিশিরে ভেজা দূর্বা ঘাস,
শৈশবের প্রতিটি মুহূর্ত
আজও রয়েছে স্মৃতিতে জীবিত।

বর্ষায় কর্দমাক্ত পথে চলা,
শীতের সুমিষ্ট সকালবেলা,
প্রতিটি মুহূর্ত আমার মনে
ভেসে ওঠে প্রতিটি ক্ষণে।

ভুলি নি; তোমাকে ভুলি নি আমি।
তুমি আমার বড় আদরের জন্মভূমি।
তাই তো আবার আসব ফিরে
তোমার এই ছোট্ট নীড়ে।

©Dipankar Sadhukhan
Kolkata, India.
5th February,2016.

This is a translation of the poem 197. Mother Land by Dipankar Sadhukhan
Friday, October 14, 2016
Topic(s) of this poem: mother land
POET'S NOTES ABOUT THE POEM
Translated in Bengali, the language of Rabindranath Tagore,
COMMENTS OF THE POEM
Close
Error Success