অপেক্ষা (Awaiting) Poem by Dipankar Sadhukhan

অপেক্ষা (Awaiting)

Rating: 5.0

নির্জন সন্ধ্যায় গোধূলি ছায়াতে,
আমি একা বসে আছি নদীর ধারাতে।
আকাশের এক কোণে এক ফালি চাঁদ চেয়ে আছে নীরবে,
শূন্য হৃদয় আমার জানি কার জন্য কাঁদে।
কিছু মনে হয়, যেন কিছু -
কি যেন একটা বাকী রয়ে গেছে!
যেন কারো অনুপস্থিতি;
প্রাণহীন শুষ্ক ফেটে যাওয়া মৃত্তিকা,
যেমনি করে তৃষ্ণার্তের মতো বৃষ্টির আহ্বান করে;
ঠিক তেমনি আমার অন্তঃসত্তা
কারো আহ্বান করে আজ।
মন তারে ফিরে পেতে চায়,
কিন্তু সে কি আসতে চায়?
জানি না!
তাকে তো আমিই হারিয়েছি।
তবুও এই নির্জন সন্ধ্যায়
বসে আছি, যদি রাতের জ্যোৎস্নায়
সে ফিরে আসে - এই অপেক্ষায়।

©Dipankar Sadhukhan
Kolkata, India.
18th February,2006.

This is a translation of the poem 027. Awaiting by Dipankar Sadhukhan
Friday, October 14, 2016
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Close
Error Success