>>>দুঃখের অট্টহাসি Poem by Abdul Wahab

>>>দুঃখের অট্টহাসি

দুঃখের অট্টহাসি

হাজার হাজার বছরের কষ্টগুলি
হৃদয়ের বগলে কচলে উঠলে বড় দুঃখ পাই
হালকা করতে মন যেই হেসেছি
হাসিটি হয়ে ছিল একটু উচ্চস্বরে
ছিলাম আমি পূর্ণ সুস্থ
হয়ে গেলাম বদ্ধ পাগল আমি ।

হি, হি্‌ করে হেসে চলি পথ
যেন সব থেকে আমি এ জগতে বড় সুখি
আমি চন্দ্র, সকল গ্রহ সূর্যের মালিক রাজা
সংসার মোহ আমার কাছে মায়া, মরীচিকাসম
শুভবুদ্ধি করেছে আমায় বড় ত্যাগী
তাই তো হাসি আমি হি, হি, করে
হৃদয়ের বগলে নিয়ে দুঃখের অট্টহাসি।

ওরাই সব পাগল আমি পূর্ণ সুস্থ ও সবল
আমার মুখ দেখ কেমন ফুটছে ফুলের মতো নিষ্পাপ হাসি
ওদেরগুলি দেখ, কেমন অনুভূতিহীন
হাঁড়ির মতো গোমড়া গোমড়া
আর এদিক ওদিক গারলের মতো বৃথা করে চলেছে ছুটোছুটি
ওরা কি জানে
ওতে নেই কোন সুখ, নেই কোন খুশী?
জানে না,
কারন ওরা দামড়া
মোটা ওদের বিবেকের চামড়া
তাই তো তাদের উপহাস করে হি, হি, করে হাসি
হৃদয়ের বগলে নিয়ে দুঃখের অট্টহাসি ।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success