প্রণয়প্রাপ্তিকে আমার ভালোবাসা উচিত ।। এন্দ্রে এদি Poem by Rahman Henry

প্রণয়প্রাপ্তিকে আমার ভালোবাসা উচিত ।। এন্দ্রে এদি

Rating: 5.0

প্রণয়প্রাপ্তিকে আমার ভালোবাসা উচিত ।। এন্দ্রে এদি

.
ছোট্ট শিশুও নই সুখি পিতামহও না
জনকও নই, কারও
প্রেমিকও না, কারও প্রেমিকও না।
আমি, অন্যসব পুরুষের মতই, ভাবগম্ভীর,
উত্তর মেরু, সংগোপন, আগন্তুকের মত অচেনা।
বহুদূরের আলেয়া আমি, বহুদূরে আলেয়ার আলো।
কিন্তু হায়! এভাবে থাকতে পারছি না আর।
পৃথিবীর সামনে নিজেকে দৃশ্যমান করা উচিত,
যেন কেউ একজন দেখতে পায় আমাকে, কেউ যেন দেখতে পায়।

এজন্যই গাইছি গান আর যন্ত্রণাদগ্ধ হচ্ছি নিজের ভেতরে।
প্রণয়প্রাপ্তিকে আমার ভালোবাসা উচিত।
কারও নিজস্ব হতে চাই আমি, কারও আপন হতে চাই।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এন্দ্রে এদি (২২ নভেম্বর ১৮৭৭ - ২৭ জানুয়ারি১৯১৯) : হাঙ্গেরিয়ান কবি ও সাংবাদিক। বিশ শতকের গুরুত্বপূর্ণ হাঙ্গেরিয় কবি হিসেবে বিবেচিত হন। হাঙ্গেরির ঝিলাজিতে জন্ম; মৃত্যুবরণ করেছেন বুদাপেস্টে। এন্দ্রে এদি ইংরেজিভাষিদের মধ্যে: এন্ড্রু অদি নামে পরিচিত।
.

*
#EndreAdyPoems
.

This is a translation of the poem I Should Love To Be Loved by Endre Ady
Saturday, January 27, 2018
Topic(s) of this poem: loneliness,longing,love
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success