উপত্যকায় হ্রেষাধ্বনি ।।মাহমুদ দারবিশ Poem by Rahman Henry

উপত্যকায় হ্রেষাধ্বনি ।।মাহমুদ দারবিশ

Rating: 5.0


.
উপত্যকায় অগণিত অশ্বের হ্রেষাধ্বনি। ঢালের নিচের দিকে বা উপরে।
মৃত্যুর পর আমার নিজস্ব নারীর মাধ্যমে দেয়ালে ঝুলিয়ে রাখতে আত্ম-প্রতিকৃতি আঁকছি।
সে বলছে: ঝুলিয়ে রাখার মতো কোনও দেয়াল কি আছে?
বলছি: এটার জন্য আমরা একটা ঘর বানাবো। কোথায়? যে কোনও বাড়িতে।
উপত্যকায় অগণিত অশ্বের হ্রেষাধ্বনি। ঢালের নিচের দিকে বা উপরে।
ত্রিশ-বয়েসী-নারীর কি একটা স্বদেশ দরকার নয় যেখানে সে একটা জীবন গড়বে?
রুক্ষ-অসমতল এই পাহাড়ের চূড়ায় কি আমি পৌঁছতে পারবো? এই উপত্যকা হয় বিরান প্রান্তর নয়তো অবরুদ্ধ ভূমি।
মাঝবরাবর দ্বিখণ্ডিত। এ এক অভিযাত্রা। শহিদেরা একে অন্যকে খুন করছে।
নিজস্ব নারীর জন্য নিজের প্রতিকৃতি আঁকছি আমি। যখন নতুন এক ঘোড়া তোমার ভিতরে চিঁহিহি করে উঠবে, ছিঁড়ে ফেলো এটা।
উপত্যকায় অগণিত অশ্বের হ্রেষাধ্বনি। ঢালের নিচের দিকে বা উপরে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* মাহমুদ দারবিশ [১৩ মার্চ ১৯৪১ - ৯ আগস্ট ২০০৮]: ফিলিস্তিনের কবি ও লেখক, সে দেশের জাতীয় কবি হিসেবে গণ্য হতেন। মাহমুদ দারবিশই সম্ভবত আরবি ভাষার সর্বাধিক পরিচিত কবি।
.
* #MahmoudDarwishPoems
.
.

This is a translation of the poem Neighing At The Slope by Mahmoud Darwish
Friday, November 13, 2020
Topic(s) of this poem: horses,mother land
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success