বাদুড় ।। থিওডর রেৎকি Poem by Rahman Henry

বাদুড় ।। থিওডর রেৎকি

Rating: 5.0

বাদুড় ।। থিওডর রেৎকি

.
দিবাভাগে ইঁদুরের মাসতুতো সে।
পোড়োবাড়ি, আড়াল খুব ভালোবাসে।

আঙুলগুলো তার মাথাঢাকা হ্যাট হয়ে থাকে।
হৃদিস্পন্দন ধীর, মৃতই তো মনে হয় তাকে।

আলো থেকে দূরে, একপাশে গাছে গাছে গাছে,
মাঝরাতে, আঙুলগুলো তার ক্ষিপ্রতায় নাচে।

যখন সে ডানা মেলে অবারিত মুক্ত হাওয়ায়,
কী দেখছি, আমাদের বুক কেঁপে যায়।

কেননা তা ভুলদৃশ্য, এই স্থানে, লোকে উৎসুক,
উড়ন্ত ইঁদুর এক, দেহে তার মানুষের মুখ।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* থিওডর রেৎকি (২৫ মে ১৯০৮ - ১ আগস্ট ১৯৬৩) : মার্কিন কবি। কবিতার জন্য ১৯৫৪ সালে পুলিৎজার পেয়েছেন এবং ন্যাশনাল বুক এওয়ার্ড পেয়েছেন দু'বার।
.

* #TheodoreRoethkePoems
.

This is a translation of the poem The Bat by Theodore Roethke
Thursday, August 3, 2017
Topic(s) of this poem: mouse,night
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success