ডান্সিং টেংগো Poem by Majul Hassan

ডান্সিং টেংগো

ওহ ওরলান্ডো!
মনে পড়ে সেই রাতের কথা?
বালিয়াড়ির সঙ্গীতের মূর্ছনায় নেচেছিলাম
আমরা। চুপিচুপি বলছিলে, আর আমার
কানের পকেটে ঝরে পড়ছিল বিস্ময়।

ওহ স্পাহান!
তোমার নীল তুর্কি-মসজিদগুলো
জায়ান্দেরুদ তীরে বালিতে লুকিয়ে থাকা
প্রেমিকেরা আজও তাড়া করে
নীলাভ আকাশ। সে কথা আজও
বিস্ময় ঝরায় আমার কানের পকেটে।

সময় অন্তহীন, আমার আত্মসম্মান
জড়িয়ে আছে তোমাতে আর তোমার
শব্দ এক চরম বিস্ময়, আমার কাছে
সেগুলো বহুমূল্য কয়েনের মতো ঝরে পড়ে
আমার কান্নার পকেটে।

This is a translation of the poem Dancing Tango by Sheema Kalbasi.
Wednesday, April 20, 2016
Topic(s) of this poem: translation
COMMENTS OF THE POEM
Majul Hassan

Majul Hassan

Bangladesh
Close
Error Success