একটা ড্রাগনের মুখোমুখি হয়েছিলাম ।। জ্যাক প্রিলাৎস্কি Poem by Rahman Henry

একটা ড্রাগনের মুখোমুখি হয়েছিলাম ।। জ্যাক প্রিলাৎস্কি

Rating: 5.0


.
যখন আমার দশ বছর বয়েস
একটা ড্রাগনের মুখোমুখি হয়েছিলাম,
একবার মহাশূন্য ভ্রমণে গিয়েছিলাম,
সাহস করেছিলাম এক জলদস্যুর ডেরায় ঢুকবার,
কুস্তি লড়েছিলাম এক দুষ্ট দৈত্যের সাথে,
আর যুদ্ধ করেছিলাম বিশাল শ্বেত হাঙ্গরের সাথে,
খরগোশের গর্তে ঢুকে তার পিছু ধাওয়া করেছিলাম
শিকার করেছিলাম রূপকথার হরিণ্মানব।

একটা সাবমেরিন চালিয়ে দূরে গিয়েছিলাম,
খুলে ফেলেছিলাম অসংখ্য যাদুর দুয়ার,
টাইমমেশিনে চেপে ভ্রমণে গেছিলাম,
এবং খুঁজেছিলাম ডাইনোসরগুলোকে,
এক দৈত্যের মাথায় চেপে বসেছিলাম,
খুঁজে পেয়েছিলাম একটা সোনার কলসি,
এর সবই করেছিলাম বইয়ের ডানায় বসে
যখন আমার বয়েস ছিলো দশ বছর।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জ্যাক প্রিলাৎস্কি (০৮ সেপ্টেম্বর ১৯৪০ -) : মার্কিন লেখক ও কবি। ২০০৬-২০০৮ মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রেপ্রথম ইয়াং পিপল'স পোয়েট লরিয়েট নিযুক্ত হয়েছিলেন। কবিতাগ্রন্থ ৫০টি। জন্ম: নিউ ইয়র্কের ব্রুকলিনে। বসবাস করছেন: ওয়াশিংটনের সিয়াটলে। এর আগে কিছুদিন আরিজোনাতেও বসবাস করেছেন। .

*
#JackPrelutskyPoems
.

This is a translation of the poem I met a dragon face to face by Jack Prelutsky
Wednesday, January 30, 2019
Topic(s) of this poem: books,reading
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 30 January 2019

সুন্দর, সাবলীল অনুবাদ// পড়তে পড়তে কল্পনার জগতে কবির এ এক দুঃসাহসিক অভিযান

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success