The First Poem Of The Universe Poem by Pranabkumar Chattopadhyay

The First Poem Of The Universe

Rating: 5.0

‘Aaaa…Eeee….yutsammmm…..nituiiiii….hetaiiiii
onk onk hoos siim, hoos siim onk.’


She was seen on the top of the 125 storied trees
The giant Sun jumped upon her hairy body
The chain of the sounds which were coming from the far- off the mountains
and appears as relatively meaningless, but
that was the first garland of words strung by her
Perhaps that was the first language of deep pain;
thus were expressed by her innovated language
and perhaps, that is the first poem by the first poet of the Universe.


Stringing up birch leafs she covered her delicate and thin waist
‘Som’ and like that other creepy plants and flowers
were hiding her perky breasts
All the other female, those who were in their birthday’s dress
became astonished, ignoring them she went on in dancing step
in a down stream

The reddish chic shaking with bashfulness
A chain of sounds were coming from far end
She replied: ‘Aaaa…Eeee….yutsammmm…..nituiiiii….hetaiiiii’
A blond wave flashing through the air

বিশ্বের প্রথম কবিতা

‘আ.........ই.........ইয়ুৎসাম.........নিতুইইইইইই............হেতাইইইইইইই......
অঁক সিম হুস সিম, হুস সিম অঁক’ ।

১২৫ তলা গাছেদের মগডালে দেখা গেল ওকে
আপাদমস্তক ওর লোমার শরীরে ফোটা
বিশাল আকার সূর্য লাফিয়ে নেমেছে।
দূর পাহাড়ের থেকে ভেসে আসা ওইসব সমষ্টি ধ্বনির
আপাত যা অর্থহীন, ওটাই প্রথম মালা, স্বরসমষ্টিতে গাঁথা ভাষা বেদনার;
সম্ভবত এ বিশ্বের প্রথম কবির তৈরি প্রথম কবিতা ।

ভূর্জপাতা গেঁথে গেঁথে সে মেয়েটি ঢেকে নিল নিটোল কোমর
সোম-লতা আরও কিছু লতানে ফুলের
মিশেলে উদ্ধত তার বুকের আড়াল
জন্মের পোষাকে ঘোরা অন্য সব মেয়েদের চোখের বিস্ফার
অগ্রাহ্য ক’রেই সে, নাচের ছন্দে গেল
নীচে নেমে আসা এক নদীর উপর
সিঁদুর রঙের গাল কেঁপে উঠল থর থর; দূর থেকে ভেসে আসা ধ্বনিসমষ্টির
সে ও উত্তর দিলঃ আ......ই.........য়ু ইয়ুৎসাম, হেতাই নিতুইইইইইই..................
সোনালি চুলের ঢেউ জাগল হাওয়ায়

The First Poem Of The Universe
Saturday, July 18, 2015
Topic(s) of this poem: love and art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success