বসন্ত (Spring) Poem by Srijita Mondal

বসন্ত (Spring)

বসন্ত

বসন্ত চলে যায় আপন মাধুরী নিয়ে,
নীলনির্জনে আমি একাকী বসে,
আকাশ চেয়েছে দিগন্ত পারে,
ফুলের রং মেখে পাখিরা ওড়ে,
একটি বেদনা জাগে মনের কোণে,
তুমি আছো কোন সুদূর সীমান্তপারে,
মনের গহনে ছায় ঘন কালো মেঘ,
আমি আছি তবু মনে হয় কেন নেই,
তোমার একটি ছোঁয়া লাগে প্রাণের মাঝে,
স্মৃতির ছায়া ধরে মণিপুর ছুঁয়ে,
প্রাণের পরশে প্রাণ ছুঁয়ে,
বসন্ত এল দ্বারে তবু আমি একা বসে,
সবাই গিয়েছে যে যার কাজে,
আমি একা বসে কোনো হারানো ‌নিস্তব্ধতার খোঁজে।।

প্রবীর গায়েন (Prabir Gayen)


Spring

Spring is flying by with all its loveliness
In empty aloneness I sit by myself,
Vast firmament is staring at the blue horizon,
Colourful birds chirp and fly around the colourful flowers,
In this great celebration my mind feels a pinch of sorrow,
Now you are far far away from me,
I feel as if I am nowhere,
I am here clouded by my own mind,
Your touch appears through the long path of memory,
It blows into me through the core of my being.
Spring has come, but I wait with my estranged self,
All have gone to their own work,
In empty alienation I sit in search of a lost silence..

Srijita Mondal (সৃজিতা মন্ডল)

বসন্ত (Spring)
COMMENTS OF THE POEM
Pallab Chaudhury 29 March 2020

nice depiction of the season with its surprises.... Stay blessed

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success