শাদা কৌতুক ।। বেঞ্জামিন জেফানিয়া (In Bengali) Poem by Rahman Henry

শাদা কৌতুক ।। বেঞ্জামিন জেফানিয়া (In Bengali)

Rating: 5.0

শাদা কৌতুক ।। বেঞ্জামিন জেফানিয়া

.
শাদা এক ডাইনির থেকে
একটা শাদাচিঠি পেয়েছিলাম,
সেটা ছিলো শাদাযাদু
আর শাদা শাদা মিথ্যায় ঠাঁসা,
শাদা এক ভেড়ার খপ্পরে পড়ে
শাদা-কামার হিসেবে দাসে পরিণত হয়েছিলাম
এক শ্বেত-প্রান্তরের পাশে
যেখানে শাদাজলজ্বরে ভুগলাম।
শ্বেতপদ হিসেবে শাদাতালিকাভুক্ত হয়ে
শ্বেতপুস্তকের অন্তর্ভুক্ত হয়েছিলাম
শাদাশিল্পের গুরু হিসেবে,
সেটা ছিলো শাদামৃত্যুর মত।

লোকে আমাকে শাদা জ্যাক বলে ডাকতো
শ্বেতকৃষ্ণাঙ্গ নামে কেউ কেউ জিন্দাবাদ দিতো,
কাজেই যোগ দিলাম ‘শাদা-পর্যবেক্ষক' দলে
শ্বেত-অর্থনীতিতে জীবিকা নির্বাহ করতে
প্রশিক্ষিত হলাম শাদা-প্রহরীরূপে।
শাদাশার্ট দালালদের হাতে ধৃত হয়ে
পিটুনি খেয়ে, দণ্ডপ্রাপ্ত হলাম শ্বেতজনতার ভিড়ে বসবাসদণ্ডে,
চিন্তা কোরো না,
চিঠি লিখতে থাকবো ‘ব্ল্যাক হাউজ' এর উদ্দেশ্যে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* বেঞ্জামিন জেফানিয়া (১৫ এপ্রিল ১৯৫৮ -) : আফ্রিকান বংশোদ্ভুত বৃটিশ কবি ও ঔপন্যাসিক। টাইমস ম্যাগাজিন প্রণীত, ‌‘দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সেরা ৫০ লেখক' তালিকায় অন্তর্ভুক্ত জেফানিয়া ১৯৮০ সাল থেকে লিখছেন। ইতোমধ্যেই ৫২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে (কবিতাগ্রন্থ ১৬টি) ।
.
* #BenjaminZephaniahPoems
.

This is a translation of the poem White Comedy by Benjamin Zephaniah
Monday, August 7, 2017
Topic(s) of this poem: african lifestyle,discrimination,life,satire
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success