ফিলিডুলা* ।। এজরা পাউন্ড (Ezra Pound) Poem by Rahman Henry

ফিলিডুলা* ।। এজরা পাউন্ড (Ezra Pound)

Rating: 5.0


ফিলিডুলা অস্থিসার কিন্তু কামার্ত,
দেবতারা এভাবেই বর দিয়েছে ওকে,
যেন পুলক-কালে দেবার চেয়ে বেশিটা গ্রহণ করতে পারে সে;
অনাগত এই নারী-ব্যাঙ যদি আশীর্বাদগুলো অগ্রাহ্য করে
তাকে ধর্মান্তরিত হতে দাও।



* Original: Phillidula- a Poem by Ezra Pound

** ‎Bengalized‬ by ‪#‎RahmanHenry‬

This is a translation of the poem Phyllidula by Ezra Pound
Monday, August 8, 2016
Topic(s) of this poem: religion
POET'S NOTES ABOUT THE POEM
* ফিলিডুলা: ভবিষ্যতে পৃথিবীতে আবির্ভূত হতে পারে এমন এক প্রজাতির কাল্পনিক ব্যাঙ; কানাডিয়ান শিল্পীর গড়া ধাতব ভাস্কর্য।
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success