এক ইঞ্চি শরীর ।। শেল সিলভারস্টেন (Bengali Version) Poem by Rahman Henry

এক ইঞ্চি শরীর ।। শেল সিলভারস্টেন (Bengali Version)

Rating: 5.0

এক ইঞ্চি মাপের যদি হতে, কীটের পিঠেই ইশকুলেতে যেতে।
সাঁতার হতো, পিপীলিকার চোখে-ঝরা এক ফোঁটা অশ্রুতে।
এক চিমটি পারুটিতেই খাবার হতো
অনায়াসে এক হপ্তা চলেও যেতো,
মাছিটাকেই লাগতো যেন দানবীয় প্রাণী
এক ইঞ্চি হতো যদি তোমার শরীর খানি।

এক ইঞ্চি মাপের যদি হতে, দোরের ছিদ্রপথেই ঘরে যেতে,
পুরো মাসই কেটে যেত শস্যগোলার নাগালখানি পেতে।
এক চিলতে ছিট-কাপড়ের বিছনা হতো বড়,
মাকড়জালই দোলনা তোমার, এটাই মনে করো!
শিস্তি(*) হলে পরিধেয়, ঢেকেই যেতো শির
এক ইঞ্চি হতো যদি তোমার ও-শরীর।

বাসন ধোবার বেসিন হতো সাগর উপকূল।
মাকে তোমার জড়িয়ে নিতে জড়াতে আঙ্গুল।
মানুষজনের চরণ দেখেই আঁৎকে দৌড় দিতে,
রাত পোহাতো একটা কলম ঘুরিয়ে কেবল নিতে,
(এই কবিতা লিখতে হলো চৌদ্দ বছর পার
এক ইঞ্চি মাপ যে কেবল আমার দেহটার!)


* Bengalized by Rahman Henry

** Original:

One Inch Tall- Poem by Shel Silverstein

This is a translation of the poem One Inch Tall by Shel Silverstein
Wednesday, December 23, 2015
Topic(s) of this poem: imagination
COMMENTS OF THE POEM
Mannah Shekh 23 December 2015

Ah khub sundor... Thank you vaiya

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success