পার্শ্ব-সড়ক যেথায় এসে থামে ।। শেল সিলভারস্টেন (Bengali Version) Poem by Rahman Henry

পার্শ্ব-সড়ক যেথায় এসে থামে ।। শেল সিলভারস্টেন (Bengali Version)

Rating: 5.0

রাজপথটি যেথায় শুরু, তার কিছুটা আগে,
পার্শ্ব-সড়ক দৌড়ে এসে থামে;
সেইখানে ঘাস গজিয়ে ওঠে নরম এবং শাদা,
রোদ সেখানে জ্বলতে জ্বলতে রক্তবর্ণ ধাঁধা,
চন্দ্রপাখি সেথায় এসে জিরিয়ে নেয় আধা,
পিপারমেন্টের মত ঠাণ্ডা বাতাস সেথায় নামে।

চলো, এটা ছাড়িয়ে যাই বইছে কালো ধোঁয়া,
কালো সড়ক উড়িয়ে ধুলা নিচ্ছে অন্য বাঁক।
পিচের বাগান, শিলাজতু ফোটায় যেথায় ফুল
এসব ছেড়ে হাঁটবো ধীরে, মাপা ও মশগুল;
দেখবো, শাদা তীরের গতি কোথায় ফুটায় হুল
পার্শ্ব-সড়ক যেথায় এসে থেমেছে ঠিকঠাক।

হ্যাঁ, আমরা হাঁটবো ধীরে, মাপা ও মশগুল,
এবং যাবো শাদা তীরের ফুটলো যেথায় হুল
সেই শিশুদের জন্য, যারা লক্ষ্য করে, এবং যাদের চুল
জেনে গেছে, পার্শ্ব-সড়ক কোথায় এসে থামে।



* Bengalized by Rahman Henry

** Original:
Where The Sidewalk Ends - Poem by Shel Silverstein

This is a translation of the poem Where The Sidewalk Ends by Shel Silverstein
Tuesday, December 22, 2015
Topic(s) of this poem: places,walking
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success