সূর্য হয়ে উঠতে Poem by parvez sazzad M

সূর্য হয়ে উঠতে

কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে,
৩৬ বছর সলতের নিভু নিভু আগুন বাঁচিয়ে রেখেছি ।
কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে,
অপমান, অপবাদ সহ্য করেছি এতোগুলো বছর ।
নাম ঠিকানাহীন মানুষের সমুদ্রে ডুবুরীর মতো গোপনে,
বঞ্চনা আর ধিক্কার ভুল নামে ডাকা সহ্য করেছি,
প্রানপ্রিয় মানুষগুলোর মুখের দিকে ভালো করে চাইনি ।
তোমাদের পদাঘাতে ভুল ভেঙ্গে গেল আজ,
বুঝিবা সম্বিত ফিরে পেল বেহুঁশ মাতাল কোনও ।
একদিন সূর্য হয়ে উঠবো বলে আর সাধনায় মগ্ন থাকবনা,
তোমাদের কাছে দাবী নিয়ে আর কোনও দিন মুখোমুখি হবনা,
আমি কবর খানায় মৃত সঙ্গীর সাথে ফসফরাসের রহস্যময় আলো হয়ে যাবো ।
কোনও দিন আমার কবরের পাশ দিয়ে যাবার সময়,
ভয়ে নিজেকে গুঁটিয়ে নিওনা, ভূত আমি হবনা,
অদ্ভুত সেই ফসফরাসের আলেয়ায় তুমি প্রেম বিরহ খুঁজে পাবে,
বিদ্রোহ, ক্ষোভ, প্রতীবাদ খুঁজে পাবে, কবির মৃত্যু হতে পারে, কবিতার না ।
31-12-2013

POET'S NOTES ABOUT THE POEM
on 36 years old new year eve
COMMENTS OF THE POEM
Wahab Abdul 04 January 2014

good one................................liked it

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
parvez sazzad M

parvez sazzad M

Bangladesh
Close
Error Success