parvez sazzad M

parvez sazzad M Poems

The rose I gave u on your birthday,
I stole them from someone`s garden,
Songs I sang to make you happy,
Those are not mine, I copied it from else,
...

কথা ছিল বন্ধু একে অপরের সঙ্গে জড়িয়ে থাকব যতদিন বেঁচে আছি,
কথা ছিল একটু একটু করে ভাগ করে নেব যত ভার, যত বাঁধা বিপত্তি,
বেঁচে আমরা আছি, স্বপ্নেরা বেঁচে নেই, সেই দিনগুলির মতো কিছু আর নেই,
পাল্টে যদি যেতেই হবে, তবে অনেক আগেই পাল্টে গেলাম না কেন?
...

I don’t need no high,
Trust me baby,
I cant say you good bye,
I wanna keep alive for you,
...

Don`t wanna think that I`m getting older,
Though I can`t smoke a lot cigarettes like before,
My lungs warns me, running out of breath often,
Can`t keep on waking up 24 hours with joy like before,
...

Feel my love,
Every pieces of myself feels you,
You too feel me,
...

Come on baby throw me to fly high,
Wipe out your tears, heaven needs no cry,
I`ll take you to the sky, let me just one try,
Don't think for tomorrow, live in today,
...

Babe I love you more than anyone on the earth,
But I don’t want you to be mine,
Always some where I`ll keep on loving you,
My sweetest dream is we`ll love each other,
...

জোয়ান অব আর্কের শরীরে আগুনের লকলকে শিখার ছোবল কতটা কষ্টদায়ক ছিল জানিনা,
কোমল পায়ের মসৃণ আবরণ হয়ে ভুবুক্ষ আগ্নি দেবতা ধীরে ধীরে উঠে গেছে কোমর ছুঁয়ে,
তরুণী বক্ষ ঝলসে দিয়ে, মোলায়েম দু বাহু হয়ে, অবিন্ন্যাস্ত চুলে তারা বাজির ফুল্কির মতো,
ধীরে ধসিয়ে শারীরিক কাঠামো, মাংসের গভিরে যুবতী হাড়ের লোভনীয় মজ্জা গলিয়ে,
...

Dear N,
Thank you for the pain
All my life, I believed in love and being loved,
My family loved me, friends loved me, lovers did too,
...

হে রুদ্র,
কবিতা লেখার স্পর্ধা নেই, তাই একটা খোলা চিঠি লিখছি তোমায়,
যেমন তুমি বলেছিলে ভালো আছি, ভালো থেক আকাশের ঠিকানায় চিঠি লিখ,
বড়ো কষ্টে আছি, নিঃশ্বাসে কষ্ট হয়, অনুভূতি গুলো ভোঁতা হয়ে আসছে,
...

একি অধঃপতন আমার উজ্জ্বল জীবন সূর্যের!
এ মোড়ে ও মোড়ে আলো চুষে চুষে বেঁচে থাকার উচ্ছ্বাসে,
আজ একি পতন নিজের আলোয় আলকিত আমার জীবন সূর্যের!
তবে কি ভ্রম ছিল, নাকি আমিই ছিলাম না আমার ভেতর!
...

Yes I`m bad,
But not that bad,
You can take a chance,
Be my valentine this year,
...

কুহক ডাকা কলঙ্কিনী রাত শেষে, নতুন আলোর উদ্ভাসে,
বুক ফাটে মোর উল্লাসে ।
নতুন করে আজকে আবার বাধ ভাঙা সুখ হাতের মুঠোয় দেয় ধরা,
কাটল যত অবশ করা সন্ধ্যারা ।
...

তোমার হল শুরু, আমার হল সারা,
আমার হল সারা, তোমার হোক শুরু ।
ছুটে যাও সুখের সন্ধানে, যাও অম্লান বদনে,
দেবনা প্রেমের দোহাই, বাঁধবো না কোনও বাঁধনে,
...

চাই না পুরোটা নীল আকাশ, পারো কি দিতে,
তোমার আকাশে ঠাই,
কথা দেয়া, কথা নেয়া, চাই না ওসব,
শুধু বলি হাত বাড়ালেই যেন পাই,
...

Break it, break the wall now,
No matter you do it how,
Pull the pants, unbutton shirts,
No matter who thinks what! !
...

Come, join the party,
Or you would like a spiritual ceremony?
Church or mosque?
Or one of those
...

কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে,
৩৬ বছর সলতের নিভু নিভু আগুন বাঁচিয়ে রেখেছি ।
কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে,
অপমান, অপবাদ সহ্য করেছি এতোগুলো বছর ।
...

parvez sazzad M Biography

Parvez Sazzad (Bengali: ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?) a Bengali poet. Known for his revolutionary and romantic poetry. In the popular culture of Bangladesh, Parvez's most well known contribution is the poem Ke Tumi Romoni? , popular ever since it was written. In 1996, Biography Parvez Sazzad was born on January 6,1978 in Khulna division, Bangladesh. He penned a good number of poetry collections and a skilled organiser also. Poet Parvez Sazzad currently is residing in Japan.Recent days managing his web based Bangla entertainment network, known as dhamakabd.com as well as writting in regular basis. Parvez Sazzad's Works: Poetry ke tumi romoni 1996 ke tumi romoni 2010 Nobel: zodi valo na lage. screenplay: tide of love 2013)

The Best Poem Of parvez sazzad M

Confession

The rose I gave u on your birthday,
I stole them from someone`s garden,
Songs I sang to make you happy,
Those are not mine, I copied it from else,
Candle light dinner, journey by a boat,
The money I spend for us, was picked from father`s pocket,
You know me as pasha, that is not even my real name,
The poems of love I used to send you by mail mostly just downloaded,
Stories I told you to be a hero to you were just imaginations,
All I really have is a heart full of love,
Love you all the way, love you eternally.

parvez sazzad M Comments

parvez sazzad M Popularity

parvez sazzad M Popularity

Close
Error Success