আবারও রাস্তায় ।। বব ডিলান Poem by Rahman Henry

আবারও রাস্তায় ।। বব ডিলান

Rating: 5.0

✔️
.
বেশ, সকালে ঘুম থেকে জাগলাম
আমার মোজা দুটোর ভিতর ব্যাঙেরা
তোমার মা, সে এক পালিয়ে থাকা মানুষ
বরফের বাক্সের ভিতর
তোমার বাবা নেপোলিয়ন বোনাপার্টের
মুখোশ পরে হাঁটাহাঁটি করছে
তখন তুমি জানতে চাইছো কেন এখানে থাকি না আমি
সোনা, জানতে চাইতেই হলো তোমাকে?

ভালো কথা, তোমার বানরটাকে আমি পুষতে যাচ্ছি
নখরপূর্ণ একটা মুখমণ্ডল রয়েছে আমার
জানতে চাইছি অগ্নিকুণ্ডের ভিতর কে
তুমি বলছো শান্তা ক্লস
সে ডার্বি হ্যাট পরেছে
তখন তুমি জানতে চাইছো কেন এখানে থাকি না আমি
সোনা, কিভাবে এমন প্রশ্ন করতে পারো তুমি?

বেশ, খাবার জন্য কিছু একটা চাইলাম
শূকরছানার মতো ক্ষুধার্ত আমি
কাজেই পেলাম বাদামি ভাত, সমুদ্রশৈবাল
এবং নষ্ট একটা হট ডগ
আমার একটা গহ্বর রয়েছে
যেখানে পাকস্থলী হারিয়ে গিয়েছিলো
তখন তুমি জানতে চাইছো কেন এখানে থাকি না আমি
সোনা, আমি ভাবছি সত্যিই অদ্ভুত তুমি

তোমার দাদার বেত
সেটা রূপান্তরিত হচ্ছে একটা তরবারিতে
তোমার দাদিমা প্রার্থনা করছেন একটা ছবির সামনে
যেটা এক ফ্রেমের ভিতর সেঁটে রাখা
আমার পকেটে রাখা সবকিছু
চুরি করে নিচ্ছে তোমার কাকা
তখন তুমি জানতে চাইছো কেন এখানে থাকি না আমি
সোনা, বিশ্বাস করতে পারছি না তুমি সত্যিকারের কেউ

ভালো কথা, রান্নাঘরে অসংখ্যবার মুষ্টিযুদ্ধ
আমাকে কাঁদাবার জন্য ওগুলোই যথেষ্ট
ডাকহরকরা ভেতরে আসছে
এমনকি সে-ও একপাশে সরে দাঁড়াচ্ছে
এমনকি খানসামাটাও
তার হাতে কিছু একটা প্রমাণ আছে
তখন তুমি জানতে চাইছো কেন এখানে থাকি না আমি
সোনা, চলে না গিয়ে কিভাবে এখানে থাকতে পারো তুমি?
.
✔️
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
* বব ডিলান (২৪ মে ১৯৪১-) : মার্কিন গায়ক, সংগীত রচয়িতা, লেখক, কবি ও চিত্রকর। গত শতাব্দীর ১৯৬০'র দশক থেকে প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠা এই সংগীতশিল্পী ২০১৬ সালে সাহিত্যে নোবেলজয় করেছেন। প্রকৃত নাম: রবার্ট অ্যালেন জিমারম্যান। ডিলানের জন্ম ডালুথ, মিনিসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র।বব ডিলান ৬ সন্তানের জনক। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর আর কোনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি। বর্তমানে, ক্যালিফোর্নিয়ার মালিবুতে বসবাস করছেন।
.
*
#BobDylanPoems
.

This is a translation of the poem On The Road Again by Bob Dylan
Friday, May 24, 2019
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 25 May 2019

অসাধারণ অনুবাদ..........

1 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success