হান্না চলে যাবার পর ।। জুরিথ ভয়োর্ত Poem by Rahman Henry

হান্না চলে যাবার পর ।। জুরিথ ভয়োর্ত

Rating: 5.0


.
আমার বাইকের টায়ারগুলো মসৃণ।
আকাশ খিটখিটে মেজাজে ধূসর।
অন্তত তেমনটাই চলছে সব দিন
হান্না চলে যাবার পর।

চকলেট আইসক্রিমকে লাগছে আলুবোখারা।
থেকে যেতে আসছে সবগুলো ডিসেম্বর।
মে ও জুনগুলোকে ফিরিয়ে নিয়েছে তারা
হান্না চলে যাবার পর।

ফুলের গন্ধ যেন মাছ-ধোয়া জল।
মখমলকে মনে হচ্ছে খড়।
যে-কোনও নাদুস কুকুরই গাঁড়ল
হান্না চলে যাবার পর।

কিছুই মজার নেই হাসবারও কিছু না।
কোনও খেলাতেও নেই তো রগড়।
ওরা ডাকছে, কিন্তু আমি বের হবো না
হান্না চলে যাবার পর।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জুরিথ ভয়োর্ত (২ ফেব্রুয়ারি ১৯৩১ -) : মার্কিন কবি, লেখক, সাংবাদিক ও মনরোগ-বিশ্লেষক। আদিবাসী আমেরিকান [নুয়ার্ক জাতিসত্তা] এই কবির জন্ম নিউজার্সি'তে, সেখানকার মেপলউডে বেড়ে উঠেছেন; বর্তমানে স্বামীর সাথে ওয়াশিংটনে বসবাস করছেন। তাঁর স্বামী মিল্টন ভয়োর্ত একজন খ্যাতিমান রাজনৈতিক ভাষ্যকার ও লেখক। তিনটি সন্তান রয়েছে তাদের।
.
#JudithViorstPoems
.

This is a translation of the poem Since Hanna Moved Away by Judith Viorst
Sunday, May 5, 2019
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success