অনেকের জীবনচক্র ।। নিকি জিওভান্নি Poem by Rahman Henry

অনেকের জীবনচক্র ।। নিকি জিওভান্নি

Rating: 5.0

.
মেয়েটি অনুধাবন করলো
জীবন-জয়ীদের একজন
নয় সে
যখন সে নিশ্চিত নয়
জীবন তার কাছে একথোকা অন্ধকার কি-না
অসহনীয় গোপনতা এই যে
অবাঞ্ছিত শিশুর মতো
পেট-খসানোর এক বিলম্বই
তার জন্মের
একক কারণ

অনেক একান্ত অভ্যাস ছিলো তার
মাঝেসাঝে আত্মমৈথুন করতো
বিপর্যস্ত হলে সর্বদাই নাক খুটলাতো
অন্ধকারে
চুপচাপ বসে থাকতে পছন্দ করতো
বিষণ্নতা কোনও অস্বাভাবিক মানসিক-অবস্থা নয়
কালো মেয়ে
বা কালো-লেখকদের পক্ষে

ছিঁচকে চোরে মতো মদ্যপানে ঝুঁকে গেছিলো
এমন এক অভ্যাস যা তাকে অসুখি করতো
প্রতিক্রিয়া এবং স্বাদ
উভয় দিক দিয়েই
তথাপি শেষ পর্যন্ত নিদ্রা
তাকে টেক্কা দিয়ে কুস্তি লড়তো
বিছানায়

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* নিকি জিওভান্নি(১৯৪৩-) : আফ্রো-আমেরিকান কবি। কৃষ্ণশক্তি আন্দোলনে সম্পৃক্ত। জন্ম টেনিসির নক্সভিলে। আমেরিকান বুক এওয়ার্ডসহ অনেকগুলো পুরস্কারে ভূষিত।
.
#NikkiGiovanniPoems
.

This is a translation of the poem Life Cycles by Nikki Giovanni
Monday, April 15, 2019
Topic(s) of this poem: black african american,life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 April 2019

অনেক একান্ত অভ্যাস ছিলো তার মাঝেসাঝে আত্মমৈথুন করতো বিপর্যস্ত হলে সর্বদাই নাক খুটলাতো অন্ধকারে চুপচাপ বসে থাকতে পছন্দ করতো....///

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success