জর্জ স্কয়ার ।। জ্যাকি কেই Poem by Rahman Henry

জর্জ স্কয়ার ।। জ্যাকি কেই

Rating: 5.0


.
আমার সাতাত্তর বয়েসী বাবা
পিঠের বোতামগুলো লাগাতে মাকে
সাহায্য করার জন্য
রিডিং গ্লাস পরলেন।
‘‘কী দারূন জুটি আমরা! ''
মা বললেন, ‘‘আমি আমার আহত কব্জি নিয়ে,
তুমি তোমার ক্ষীণদৃষ্টির চোখে, ফোস্কাপড়া আঙুলে! ''

এবং বেরিয়ে পড়লেন তাঁরা, আমার জনক-জননী
ইরাক যুদ্ধের বিরোধিতায় মিছিল করতে,
বাবা তার প্লাস্টিকের নিতম্বসমেত। মা বাতের ব্যথা নিয়ে,
জর্জ স্কয়ারের সমাবেশে যোগ দিতে, যেখানে পুরনো বন্ধুর মতো
ব্যানারগুলো পরস্পরের অভিমুখে দুলতে থাকলো, ঊর্মিল,
যেখানে বিগত বছরগুলোয় অসংখ্য মিছিলে মিলিত হয়েছেন তাঁরা,
জগতের শান্তি কামনায়, শোক প্রকাশে, শান্তির জন্য, শান্তির পক্ষে।
.

[* জর্জ স্কয়ার: স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অবস্থিত, ঐতিহাসিক নাগরিক-চত্বর।]
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জ্যাকি কেই (৯ নভেম্বর ১৯৬১ -) : স্কটিশ কবি ও কথাসাহিত্যিক। ২০১৬-২০২০ মেয়াদে, স্কটল্যান্ডের জাতীয় কবি। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে সৃজনী রচনাকর্ম বিভাগের অধ্যাপক। জন্ম এডিনবার্গ, স্কটল্যান্ড। বর্তমানে, ম্যানচেস্টারে বসবাস করছেন।.

*
#JackieKayPoems
.

This is a translation of the poem George Square by Jackie Kay
Thursday, February 7, 2019
Topic(s) of this poem: love,parents,peace
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success