স্মৃতির নিদর্শন ।। ক্লদিয়া এমারসন Poem by Rahman Henry

স্মৃতির নিদর্শন ।। ক্লদিয়া এমারসন

Rating: 5.0


.
তিন বছর ধরে সেই বাড়িতেই বাস করছো
স্ত্রীর মৃত্যুর আগে যেমনটি করতে: তাকের উপর
তোমাদের বিয়ের ছবি, ওর কাপড়-চোপড় ঝুলছে
আলমারিতে, চিরুনীতে এখনও মেখে আছে ওরই চুল।
আমাকে বলেছিলে: সব সরিয়ে ফেলেছো
তারপর, বিক্রি করেছো বাড়িটা; বিবাহ নিশ্চিতকরণের
যে আংটিটা ও পরতো, শুধু ওটা রেখেছো ওর নাম-লেখা
সোনার বাক্সে, তোমার আংটিটাও সেই একই বাক্সে

রাখা, ওইসব ছবি এখন এড়িয়ে চলছো
এবং তোমার ভাড়া-করা বিছানায় যে তোশক বিছানো,
খুব সামান্য জিনিস।মিলিত হবার অনেক মাস পর,
তুমি বললে: ও বানিয়েছিলো। ইতোমধ্যেই শুয়ে শুয়ে
ওটার কোমলতা, পুরুত্ব, নকশা নষ্ট করেছি আমরা, যেন-বা আমাদের দেহতলে
ওর ছায়াটি এত অন্ধকার, এত কোমলত্ব নিয়ে, আমাদেরই তালে তালে নাচলো।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ক্লদিয়া এমারসন (১৩ জানুয়ারি ১৯৫৭ - ৪ ডিসেম্বর ২০১৪) : মার্কিন কবি ও অধ্যাপক (সৃজনী রচনাকর্ম অনুষদ, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়, ভার্জিনিয়া) । ২০০৬ সালে কবিতার জন্য পুলিৎজার পেয়েছিলেন। ২০০৮-২০১০ মেয়াদে ভার্জিনিয়ার পোয়েট লরিয়েট নিযুক্ত হন। জন্ম ভার্জিনিয়ার শ্যাটহামে; মৃত্যুবরণ করেছেন রিচমান্ডে।
.

*
#ClaudiaEmersonPoems
.

This is a translation of the poem Artifact by Claudia Emerson
Sunday, January 13, 2019
Topic(s) of this poem: death,love and life
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success