ক্রন্দন ।। গালওয়ে কিনেল Poem by Rahman Henry

ক্রন্দন ।। গালওয়ে কিনেল

Rating: 5.0


.
একটু-অাধটু কান্নাকাটিতে
কিচ্ছু হবে না। তোমাকে কাঁদতেই হবে
যতক্ষণ না বালিশ ভিজে হয়ে উঠছে জলথলি!
তারপর ঝাঁপিয়ে পড়তে পারো ঝর্নাতলে
আর আওয়াজ তুলতে পারো: ঝমঝম- ঝপাঝপ- ঝপাৎ!
তারপর লাফ দিতে পারো
তোমার খোলা-জানালা-পথে
আর হাসতে পারো: ‘‘হাহ হাহ হা''!
এবং লোকেরা যদি জানতে চায়, ‘‘হেই
ওখানে এসব কী চলছে? ''
‘‘হাহ হা! '' গেয়ে ওঠো, ‘‘সুখ
লুকিয়ে ছিলো শেষতম অশ্রুবিন্দুতে!
তাকেই তুলে আনলাম! হাহ হা! ''
.
* গালওয়ে কিনেল [১ ফ্রেবুয়ারি ১৯২৭ - ২৮ অক্টোবর ২০১৪]: পুলিৎজার(১৯৮৩)ও ন্যাশনাল বুক এওয়ার্ড(১৯৮৩)জয়ী মার্কিন কবি। ১৯৮৯-১৯৯৩ মেয়াদে ভার্মন্টের পোয়েট লরিয়েট ছিলেন। জন্ম রোঢ আইল্যান্ডের প্রোভিডেন্সে; মৃত্যুবরণ করেছেন ভার্মন্টের শেফিল্ডে। জীবদ্দশায় ২০টিরও অধিক গ্রন্থ যোগ করেছেন মার্কিন কাব্যসাহিত্যে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

This is a translation of the poem Crying by Galway Kinnell
Sunday, October 28, 2018
Topic(s) of this poem: crying,happiness
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success