ভূত ।।অ্যান সেক্সটন Poem by Rahman Henry

ভূত ।।অ্যান সেক্সটন

Rating: 5.0


.
কিছু কিছু ভূত স্ত্রীলোক,
বিমূর্তও নয়, বিবর্ণও না,
তাদের স্তন মরা মাছের মতো শিটকে মারা।
পেত্নী নয়, বরং ভূত
যারা, অদরকারি বাহু দুলিয়ে
বাতিল ভৃত্যের মতো আসে।

সব ভূতই স্ত্রীলোক নয়,
অন্যগুলোকে দেখেছি;
মোটকু, শাদা-পেট পুরুষ,
পুরনো বস্তার মতো নেতানো লিঙ্গ।
শয়তান নয়, বরং ভূত।
এই একজন নগ্নপদে থপাস থপাস শব্দ তুলে, টালমাটাল
আমার বিছানার ওপরে।

কিন্তু সেটাই সব কথা নয়।
কিছু কিছু ভূত বাচ্চাকাচ্চা।
দেবদূত নয়, বরং ভূত;
যে কোনও বালিশের ওপর, চায়ের গোলাপি পেয়ালা হয়ে ছুটছে
যেন বরফের ওপর নুড়িপাথর চালানোর খেলা, কিংবা লাথি মারছে,
নিজেদের নিষ্পাপ নিম্নাঙ্গ খুলে, কাঁদছে
লুসিফারের জন্য।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* অ্যান সেক্সটন (৯ নভেম্বর ১৯২৮ - ৪ অক্টোবর ১৯৭৪) : স্বীকারোক্তিমূলক কবিতার জন্য বিশেষভাবে খ্যাতিমান মার্কিন কবি। কবিতার জন্য ১৯৬৭ সালে, পুলিৎজার পুরস্কারে ভূষিত। ম্যাসাচুচেটসের নিউটনে জন্ম; একই অঞ্চলের ওয়েস্টনে আত্মাহুতির মাধ্যমে নিজ জীবনের অবসান ঘটিয়েছেন।
.

*
#AnneSextonPoems
.

This is a translation of the poem Ghosts by Anne Sexton
Thursday, May 10, 2018
Topic(s) of this poem: ghosts
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success