ইতিহাস ।। রবার্ট লওয়েল Poem by Rahman Henry

ইতিহাস ।। রবার্ট লওয়েল

Rating: 5.0

ইতিহাস ।। রবার্ট লওয়েল

.
এখানে যা ছিলো তাই নিয়েই বাঁচতে হচ্ছে ইতিহাসকে
আমাদের যা কিছু ছিলো তাকেই আঁকড়ে ধরে এবং অস্পষ্ট-প্রায়—
আমরা যেভাবে মরি খুবই বাজে আর ভয়ঙ্কর,
সৃজনী রচনাকর্মের মতই, জীবন শেষ হয় না কখনও।
আবেল* শেষ হয়েছিলো; মৃত্যু দূরবর্তী নয়,
গবাক্ষ-পথের-একটা ঝিলিক সংশয়বাদীদের বিদ্যুৎস্পৃষ্ট করছে,
ওর গরুগুলো উচ্চমাত্রার বিদ্যুতের তার ঘিরে ভিড় জমাচ্ছে,
ওর শিশুটি নতুন কলকব্জার শব্দের মতো রাতভর কাঁদছে।
আমাদের আদিগ্রন্থগুলোর পূর্বাভাস বলছে: শুভ্রমুখ, শিকারপিয়াসী,
সুন্দর, কুয়াশা-মাতাল শিকারীর চাঁদ ধেয়ে আসছে আমাদের দিকে—
এক শিশু আঁকতে পারতো সেই মুখাবয়ব: দুটো গহ্বর, দুটো গর্ত,
আমার চক্ষুদ্বয়, আমার মুখগহ্বর, ওগুলোর মাঝখানে একটা করোটির নাক নেই—
ওহে, আমার মুখমণ্ডলে রয়েছে এক ধরণের ভয়ানক অপাপবিদ্ধতা
প্রত্যূষতুষারের রূপালি রক্ষাকর্তার সাথে ধুয়েমুছে চুঁইয়ে নামছে নিচে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রবার্ট লওয়েল (১ মার্চ ১৯১৭ - ১২ সেপ্টেম্বর ১৯৭৭) : বোস্টনের এক ব্রাহ্মণ[অভিজাত সম্প্রদায়] পরিবারে জন্ম নেয়া মার্কিন কবি। ৬০ বছর বয়সে, নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন। ১৯৪৭-১৯৪৮ মেয়াদে যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন।
.

*
#RobertLowellPoems
.

This is a translation of the poem History by Robert Lowell
Thursday, March 1, 2018
Topic(s) of this poem: death,history,life and death
COMMENTS OF THE POEM
MAHTAB BANGALEE 21 June 2021

nice translation

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success