আমার বসন্ত Poem by Debasis Chatterjee

আমার বসন্ত

বাইরে বসন্ত, আকাশ দীপ্যমান,
অন্তর এখনো বর্ষাস্নাত, অশ্রুময় কণ্ঠ অশ্রুত;
প্রকৃতি হাস্যোজ্বল, পুষ্পসুগন্ধসময় বহমান,
হৃদয় এখনো নিরংশু, এখনো তমসাবৃত;
প্রেমপূর্ণ লগ্নকাল পরমানন্দে প্রসারিত, পল্লবিত,
হায়! অক্ষম অরব আর্তি আমার বিবশিত
নয়ননির্ঝরিণী ধারায় বয়ে যায় অসংযত,
ধরণীর আনন্দমূখরতায় আজ আমি অস্তিত্বহীন, অবিরত।

Friday, February 23, 2018
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success