প্রস্থান Poem by Debasis Chatterjee

প্রস্থান

আমি প্রতীক্ষা করে আছি এক অজানা জায়গায়
কোন পরিচিত নেই,
সমস্ত পরিবেশটাই অচেনা, ভরা নিশ্চুপ নিঃশব্দতায়

আকাশ নেই, তারা নেই, নেই আলো,
আছে শুধু কালো...কালোয় কালো...নিকষ কালো;
এতো ভয়ঙ্কর কালো দেখিনি কখনো,
অনুভব করিনি কোনদিন এতো নিশ্স্তব্ধতা
কখন এতো একাকী নিজেকে মনে হয়নি
থাকিনি কখন এতো করালগ্রাসী নির্জনতায়

পৃথিবীতে এই রকম পরিবেশ আছে? এ জায়গাটা কোথায়?
এলাম কিভাবে এই আশ্চর্য জগতের ঘোর কালিমায়
কেউ নেই কেন? কোনো জীবন,
কোনো প্রাণের লক্ষণ...?

এই কি তবে সেই জগৎপারাবার
যেখানে দান্তে প্রবেশ করেছিলেন
আর অপূর্ব, চমকপ্রদ যাত্রার শেষে পৌঁছেছিলেন
অনুপম পরম স্বর্গদ্বার?

এই তবে মৃত্যুর জয়যাত্রার রথে
প্রথম সুর!
নীরব মানবজীবনপ্রান -
অতল তমসাঘন নির্জনতম পথে
সবেমাত্র শুরু অন্তিম আনন্দের গান!

- 16th নভেম্বর ২০১৭

Thursday, November 16, 2017
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success