বরফ ।। ফ্রেদেরিক সেদেল Poem by Rahman Henry

বরফ ।। ফ্রেদেরিক সেদেল

Rating: 5.0

বরফ ।। ফ্রেদেরিক সেদেল

.
বরফের কর্মপরম্পরাই বরফ।
পতিত হয় আর থেকে যায় এবং প্রস্থান করে।
গলে যায় এবং এখানেই কোথাও থাকে।
আমরাও সকলেই ওখানে যাবো।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ফ্রেদেরিক সেদেল (১৯ ফেব্রুয়ারি ১৯৩৬ -) : মার্কিন কবি। মেসৌরির সেইন্ট লুইসে, এক রুশিয়ান ইহুদি পরিবারে জন্ম। হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। আর্চিবল্ড ম্যাকলিশ তার জন্য ইউরোপ ভ্রমণের ব্যবস্থা করেন। সেদেল প্যারিস ও ইংল্যান্ড ভ্রমণকালে, লন্ডনে টি এস এলিয়টের সাথে দেখা করেন। এজরা পাউন্ডের সাথেও দেখা করেন সেইন্ট এলিজাবেথ হাসপাতালে। পাউন্ডকে কনফুসিয়াসের অনুবাদ সংশোধনীর পরামর্শ দেন; যেটি গ্রহণ করেছিলেন পাউন্ড। ১৯৬১ সালে, সেদেল, ‘দ্য প্যারিস রিভিউ' এর সম্পাদক হন। বর্তমানে, নিউ ইয়র্কের ম্যানহাটনে বসবাস করছেন।
.

*
#FrederickSeidelPoems
.

This is a translation of the poem Snow by Frederick Seidel
Saturday, February 17, 2018
Topic(s) of this poem: life and death,philosophy,snow
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success