হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে উদ্ভাসিত ।। রাইনার মারিয়া রিল্কে Poem by Rahman Henry

হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে উদ্ভাসিত ।। রাইনার মারিয়া রিল্কে

Rating: 5.0

হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে উদ্ভাসিত ।। রাইনার মারিয়া রিল্কে

.
হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে উদ্ভাসিত । খুঁজে দেখো, ওখানে কত ছোট দেখাচ্ছে,
দেখো: শব্দাবলীর সর্বশেষ গ্রামটি আর, অপেক্ষাকৃত উঁচুতে,
(কিন্তু কত ছোট)এখনও অনুভবের
একটা খামারবাড়ি। দেখতে পাচ্ছো তো?
হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে উদ্ভাসিত । পাথরের মেঝে
তোমার হাত দুটোর নিচে। এমনকি এখানে, যদিও,
কিছু একটা প্রস্ফুটিত হতে পারে; নীরব এক সমুদ্রবাঁধের ওপর
উদ্ভাসিত হচ্ছে অজ্ঞাত উদ্ভিদ, গান গাইছে, বাতাসের কানে।
কিন্তু কে চেনে তাকে? আহ, সে জানতে শুরু করেছিলো
আর এখন নীরব হয়ে আছে, হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে উদ্ভাসিত।
যখন, নিজেদের সম্পূর্ণ সজ্ঞায়,
অজস্র নিশ্চিত-পদ পাহাড়ি প্রাণি অতিক্রম করে যাচ্ছে তাকে
কিংবা ঘোরাফেরা করছে। আর বৃক্ষাশ্রয়ী মহান পাখিরা উড়ছে, চক্কর দিচ্ছে
ধীরে ধীরে, মগডালের বিশুদ্ধ প্রত্যাখ্যানকে ঘিরে। ―অথচ,
নিরাশ্রয়, এখানে, এই হৃদিসমুদ্রের পাথুরে খাড়িতে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রাইনার মারিয়া রিল্কে [জার্মান উচ্চারণ: রেয়না মারিয়া রিল্কে] (৪ ডিসেম্বর ১৮৭৫ - ১৯ ডিসেম্বর ১৯২৬) : বোহেমিয়ান-অস্ট্রিয়ান কবি ও ঔপন্যাসিক। পুরোনাম: রেনি কার্ল উইলহেম যোহান ইয়োসেফ মারিয়া রিল্কে। তদানীন্তন অস্ট্রিয়া-হাঙ্গেরির বোহেমিয়া (চেক জাতিসত্তা)অধ্যুষিত প্রাগে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেছেন সুইজারল্যান্ডের মনট্রেক্সে। জীবদ্দশায় রুশিয়া, স্পেন, জার্মানী, ফ্রান্স, ইতালি চৌদ্দচাষ করে, শেষে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জার্মান ও ফ্রান্স উভয় ভাষায় লিখতেন; ফলে, উভয় সাহিত্যের স্থায়ী সম্পদ তিনি।
.

*
#RainerMariaRilkePoems
.

This is a translation of the poem Exposed On The Cliffs Of The Heart by Rainer Maria Rilke
Tuesday, February 6, 2018
Topic(s) of this poem: lifestyle,nature
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success