লিখিত ধ্বনি ।। কমালা দাস Poem by Rahman Henry

লিখিত ধ্বনি ।। কমালা দাস

Rating: 5.0

লিখিত ধ্বনি ।। কমালা দাস

.
আমাকে ঘিরে শুধুই লিখিত ধ্বনি আর শব্দসম্ভার এবং কথামালা,
আমার শরীরে তারা পত্র-পল্লবের মত জন্ম নিচ্ছে, মনে হচ্ছে
কোথাও ভেতর থেকে তাদের ধীরস্থির গজিয়ে ওঠা
থামবে না... কিন্তু আমি নিজেই নিজেকে বলি, শব্দেরা
এক উপদ্রব, ওদের ব্যাপারে সতর্ক থাকো, ওরা
বহু কিছুতে রূপান্তরিত হতে পারে, এক ধরণের
ভূ-গহ্বর যেখানে সচল পদক্ষেপ থমকে যেতে বাধ্য, এটা দেখতে
যে, কীভাবে পক্ষাঘাতগ্রস্ত উর্মিমালা নিয়ে থমকে আছে সমুদ্র,
পুড়ন্ত বাতাসের এক বিস্ফোরণ, বা,
একটা খঞ্জর, তোমার প্রিয় বন্ধুটির গলা কেটে দিতে
উদগ্রীব... কথামালা এক অরাজকতা, বরং।
বৃক্ষে যেমন বেড়ে ওঠে পত্রপল্লব, ওরাও বেড়ে উঠছে আমার শরীরে,
কোনও এক নৈঃশব্দ্য থেকে, কোনও এক অন্তর্গত গভির তলদেশ থেকে,
ওরা ওদের আগমণ থামাবে বলে মনে হচ্ছে না...
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* কমালা দাস (৩১ মার্চ ১৯৩৪ - ৩১ মে ২০০৯) : ভারতীয় মালায়লাম কবি, কথাসাহিত্যিক ও আত্মজীবনীকার। প্রকৃত নাম: কমালা সুরায়া; ইংরেজি ও মালায়লাম উভয় ভাষায় লিখতেন; লেখক নামেই সমধিক পরিচিত। ছোটগল্প ও আত্মজীবনীর জন্য বিশেষভাবে খ্যাতিমান কমালার ভক্তরা তাকে ‌‘আম্মি' ডাকতেন। কমালা দাস মালায়লাম ভাষার নেতৃস্থানীয় লেখক ও কবি।
.

*
#KamalaDasPoems
.

This is a translation of the poem Words by Kamala Das
Tuesday, January 16, 2018
Topic(s) of this poem: lifestyle,words
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success