জ্যানেটের জন্য গোলাপ ।। চার্লস টমলিনসন Poem by Rahman Henry

জ্যানেটের জন্য গোলাপ ।। চার্লস টমলিনসন

Rating: 5.0

জ্যানেটের জন্য গোলাপ ।। চার্লস টমলিনসন

.
জানি
এই গোলাপ কেবলই
কাগজ ও কালির আঁকিবুকি
অথচ লক্ষ করো কীভাবে বেড়ে উঠছে আর
বাড়তেই আছে
তোমার দু'চোখের ছায়ায়:
পুষ্পকূলের গোলাপে
সব্জিজ প্রহরসমূহ থাকে
যখন আমার গোলাপ
শাদাকাগজের পৃষ্ঠায় অক্ষরাংকনের ভেতর দিয়ে
ইচ্ছে হলেই হাজির হতে পারে
(তুমিও পারবে)
যখন তুমি তোমার চক্ষু-উৎসবের
পুনরাবৃত্তি ঘটাও
একদম শুরু থেকে
ওভাবেই তুমিও জানতে পারবে
কীভাবে এটা ঘটে
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* চার্লস টমলিনসন (৮ জানুয়ারি ১৯২৭ - ২২ আগস্ট ২০১৫) : বৃটিশ কবি, অনুবাদক, শিক্ষাবিদ ও ইলাস্ট্রেটর।
.

*
#CharlesTomlinsonPoems
.

This is a translation of the poem A Rose For Janet by Charles Tomlinson
Sunday, January 7, 2018
Topic(s) of this poem: flower,irony,love and life,rose
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success