প্রত্যাশা কোরো না কিছুই ।। এলিস ওয়াকার Poem by Rahman Henry

প্রত্যাশা কোরো না কিছুই ।। এলিস ওয়াকার

Rating: 5.0

প্রত্যাশা কোরো না কিছুই ।। এলিস ওয়াকার

.
প্রত্যাশা কোরো না কিছুই। কায়ক্লেশে বাঁচো
সবিস্ময়।
বিষণ্নতার প্রয়োজনে
আগন্তুক হয়ে যাও
অথবা, সহজভাবে যদি সমবেদনা
মেলে
যথেষ্ট নিয়ে নাও
দোষারোপের প্রবণতা ছাড়ো
তারপর নিজের অভাববোধকে তাড়িয়ে দাও।

নিজের ছোট্ট হৃৎপিণ্ডটার চে' বড়
কিছুই পাবার আকাঙ্ক্ষা কোরো না
কিংবা নক্ষত্রের চে' বিশাল কিছু;
সযত্নে স্থিরতা ও নির্লিপ্ততা দিয়ে
দুর্নিবার হতাশাকে পোষ মানাও
ও থেকেই বানিয়ে ফেলো উষ্ণতাদায়ী পোশাক
তোমার আত্মার জন্য।

উদ্ঘাটন করো সেই কারণ
কেন উদ্বিগ্নতা ও অজ্ঞতা নিয়েও
এত ক্ষুদ্র মানবসম্প্রদায়
টিকে আছে
কিন্তু প্রত্যাশা কোরো না কিছুই। কায়ক্লেশে বাঁচো
সবিস্ময়।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এলিস ওয়াকার (৯ ফেব্রুয়ারি ১৯৪৪ -) : মার্কিন কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সামাজিক আন্দোলনকর্মি। ন্যাশনাল বুক এওয়ার্ড এবং পুলিৎজার প্রাপ্ত এলিস আফ্রিকান-আমেরিকান; জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়। আফ্রিকান বাবা ও আদিবাসী আমেরিকান মায়ের ঘরে, এলিস অষ্টম ও সর্বশেষ সন্তান। নিতান্ত দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা এলিস নিউ ইয়র্কে বসবাস করছেন।
.

*
#AliceWalkerPoems
.

This is a translation of the poem Expect Nothing by Alice Walker
Saturday, January 6, 2018
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 06 January 2020

উদ্ঘাটন করো সেই কারণ কেন উদ্বিগ্নতা ও অজ্ঞতা নিয়েও এত ক্ষুদ্র মানবসম্প্রদায় টিকে আছে কিন্তু প্রত্যাশা কোরো না কিছুই। কায়ক্লেশে বাঁচো সবিস্ময়।/// Bengalized beautifully

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success