মৃত্যুর হয়তো বয়স বাড়ছে ।। হ্যারল্ড পিন্টার Poem by Rahman Henry

মৃত্যুর হয়তো বয়স বাড়ছে ।। হ্যারল্ড পিন্টার

Rating: 5.0

মৃত্যুর হয়তো বয়স বাড়ছে ।। হ্যারল্ড পিন্টার

.
মৃত্যুর হয়তো বয়স বাড়ছে
কিন্তু এখনও তেজ আছে তার

অথচ সে তোমাকে নিরস্ত্র করে
তার স্ফটিকস্বচ্ছ আলোর সহায়তায়

আর সে এতই চতুর, যে,
তুমি তা আদৌ জানো না

তোমার জন্য কোথায় সে অপেক্ষা করছে
তোমার ইচ্ছাকে প্রলুব্ধ করতে
আর যখন তুমি খুনির পোষাক পরেছো
তোমাকে নিবস্ত্র করতে

কিন্তু মৃত্যু তোমাকে সময় দিচ্ছে
প্রহরগুলোকে সাজিয়ে নিতে

ইত্যবসরে সে তোমার মনোরম ফুল থেকে
চুষে খাচ্ছে মধু

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #bengalized by #RahmanHenry

* হ্যারল্ড পিন্টার (১০ অক্টোবর ১৯৩০ - ২৪ ডিসেম্বর ২০০৮) : নোবেলজয়ী(২০০৫)ইংরেজ নাট্যকার, কবি ও চিত্রনাট্য রচয়িতা।
.
#HaroldPinterPoems
.

This is a translation of the poem Death May Be Ageing by Harold Pinter
Sunday, December 24, 2017
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success