প্রদীপের চে'ও অধিক গুরুত্ববহ হলো আলো ।। নিজার কাব্বানি Poem by Rahman Henry

প্রদীপের চে'ও অধিক গুরুত্ববহ হলো আলো ।। নিজার কাব্বানি

Rating: 5.0

প্রদীপের চে'ও অধিক গুরুত্ববহ হলো আলো ।। নিজার কাব্বানি

.
প্রদীপের চে'ও অধিক গুরুত্ববহ হলো আলো,
কবিতার খাতার চে' কবিতা,
আর চুম্বন ঠোঁটগুলোর চে'।
তোমার উদ্দেশ্যে আমার চিঠিগুলো
মহত্তর আর অধিতর গুরুত্বাহী আমাদের দুজনের চে'।
ওগুলোই একমাত্র প্রমাণ-পত্রাদি
যেখানে মানুষ খুঁজে পাবে
তোমার বিভা
আর আমার পাগলামি।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* নিজার কাব্বানি (২১ মার্চ ১৯২৩ - ৩০ এপ্রিল ১৯৯৮) : সিরীয় কূটনীনিক, কবি ও প্রকাশক। পুরোনাম: নিজার তওফিক কাব্বানি। দূতিয়ালিসূত্রে, বেইজিং, লন্ডন, মাদ্রিদ, ইস্তানবুল, বৈরুত ও কায়রোতে বসবাস করেছেন। দামেস্কাসে জন্মানো এই কবি লন্ডনে মৃত্যুবরণ করেন।
.

*
#NizarQabbaniPoems
.

This is a translation of the poem Light Is More Important Than The Lantern by Nizar Qabbani
Monday, October 16, 2017
Topic(s) of this poem: letters,light,love
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success