নিজেকে ।। পল ফ্লেমিং Poem by Rahman Henry

নিজেকে ।। পল ফ্লেমিং

Rating: 5.0

নিজেকে ।। পল ফ্লেমিং

.
কোনও কিছুই বিষাদগ্রস্ত না করুক তোমাকে কিংবা মুষরে পড়ো না,
অথবা কোরো না অনুতাপ,
স্রষ্ঠা যে নির্দেশ দিয়েছেন সেটাই অবশ্যম্ভাবী ও সঠিক,
তা হলে, নিজের আনন্দময়তায় খোঁজো তাকে,
হে আমার মনোবাসনা।

হে আমার মন,
অাগামির দুঃখকে ভেবে
আজ কেন ব্যথিত হবে তুমি?
—একজন— সত্য এই যে, সযত্নে দেখছেন সবই;
সন্দেহ কোরো না, তিনি তার অংশ করে নেবেন
তোমাকেও।

শুধু দৃঢ়তায় দাঁড়াও, কখনও হয়ো না দোদুল্যমান,
অনুগ্রহও চেয়ো না জগতের কাছে,
শান্ত হও:
আপন সৃষ্টির জন্য, কী তার মনোবাসনা
ভালোই জানো তুমি, তোমার জন্যও,
সেটাই সর্বোত্তম।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* পল ফ্লেমিং (৫ অক্টোবর ১৬০৯ - ২ এপ্রিল ১৬৪০) : জার্মান চিকিৎসাবিদ, কবি ও কূটনীতিক। স্বদেশের পক্ষে, রুশিয়া ও পারস্যের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এস্তোনিয়ার রেভালেও বসবাস করেছেন এক বছর। ধর্মীয়ভাবাদর্শের গীতিকবিতা এবং প্রেমগীত রচনার জন্য বিশেষভাবে খ্যাতিমান ছিলেন।
.

*
#ClaribelAlegríaPoems
.

This is a translation of the poem To Myself by Paul Fleming
Wednesday, October 4, 2017
Topic(s) of this poem: god,hymn,self,self control
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success