আলো ।। অ্যালেন টেইট Poem by Rahman Henry

আলো ।। অ্যালেন টেইট

Rating: 5.0

আলো ।। অ্যালেন টেইট

.

গতরাতে ওইসব সড়কে না পৌঁছানো অব্দি
আমি পালাচ্ছিলাম যেখানে অগ্নিশিখার মৃতদেহ থেকে
বাড়িগুলোর ছিদ্রপথ গলিয়ে ঠিকরে বেরোচ্ছিলো প্রদীপের আলো;
স্নায়ুচাপে ভুগতে থাকা একটা জানালা থেকে রক্ত ঝরছিলো।

হাওয়ায় দুলছিলো চাঁদের অবগুণ্ঠন।
কুয়াশার ভেতর এক বালিকা ছিটাচ্ছিলো
সংগীতের থুথু; শব্দমান একটা আলো
কুয়াশাকে তার চুল দিয়ে ঝাঁটাচ্ছিলো।

বহুদূরের একটা মিনারে মরচে পড়া ঘন্টাগুলো
অবমুক্ত করছিলো ঈশ্বরের সুতীক্ষ্ম কণ্ঠস্বর,
উত্থিত রাত্রিতে হেলান দিয়ে শুয়ে ছিলাম
শীতে সিটকে লাগা টিংটিংয়ে ঘাসের মত মৃত।

তারপর শোনা গেলো বেপরোয়া এক স্বপ্নের
উৎসাহ, মাথা বের করলো
হিমচক্ষু এক অগ্রগামী অভিশাপ।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* অ্যালেন টেইট (১৯ নভেম্বর ১৮৯৯ - ৯ ফেব্রুয়ারি ১৯৭৯) : মার্কিন কবি, গদ্যকার, সমাজবিশ্লেষক। ১৯৪৩-১৯৪৪ মেয়াদে যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন। পুরোনাম: জন ওরলে অ্যালেন টেইট।
.

*
#AllenTatePoems
.

This is a translation of the poem Light by Allen Tate
Sunday, October 1, 2017
Topic(s) of this poem: life and death,light,winter
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success